শুক্রবার

১১ এপ্রিল, ২০২৫
২৭ চৈত্র, ১৪৩১
১৩ শাওয়াল, ১৪৪৬

অব্যাহত রেমিটেন্স প্রবাহের ঊর্ধ্বগতি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৪ ২০:০৪

আপডেট: ২৭ অক্টোবর, ২০২৪ ২০:০৪

শেয়ার

অব্যাহত রেমিটেন্স প্রবাহের ঊর্ধ্বগতি
রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি অব্যাহত রয়েছে- প্রতীকী ছবি।

সেপ্টেম্বর মাসের মতো চলতি মাসেও প্রবাসী আয়ের ঊর্ধ্বমুখী গতি অব্যাহত রয়েছে। অক্টোবরের ২৬ দিনে প্রবাসী বাংলাদেশীরা রেমিটেন্স পাঠিয়েছেন ১৯৫ কোটি ডলার। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৩ হাজার ৪০০ কোটি টাকা।

রোববার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ তথ্য অনুসারে, চলতি মাসে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে ৭ কোটি ডলার বা ৯০০ কোটি টাকার রেমিটেন্স এসেছে। এভাবে আসার গতিধারা অব্যাহত থাকলে মাস শেষে রেমিটেন্স হবে আড়াই বিলিয়ন ডলার।

এ সময়ে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৪ কোটি ৭৩ লাখ ২০ হাজার ডলার, বিশেষায়ীত দুই ব্যাংকের মধ্যে একটি ব্যাংকের (কৃষি ব্যাংক) মাধ্যমে এসেছে ৯ কোট ৯৯ লাখ ৯০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১২৯ কোটি ৬৯ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশী ব্যাংকের মাধ্যমে এসেছে ৫১ লাখ ২০ হাজার ডলার।

সেপ্টেম্বর মাসে বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশীরা পাঠিয়েছেন ২৪০ কোটি ৪৮ লাখ ডলার (২.৪০ বিলিয়ন) পাঠিয়েছেন। যা বাংলাদেশী মুদ্রায় ২৮ হাজার ৮৫৬ কোটি টাকার বেশি।

banner close
banner close