শুক্রবার

১১ এপ্রিল, ২০২৫
২৭ চৈত্র, ১৪৩১
১৩ শাওয়াল, ১৪৪৬

ইসলামী ব্যাংকের ১৭ কর্মকর্তাকে তলব করেছে দুদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৪ ১৩:২৯

আপডেট: ৩১ অক্টোবর, ২০২৪ ১৩:৩১

শেয়ার

ইসলামী ব্যাংকের ১৭ কর্মকর্তাকে তলব করেছে দুদক
ফাইল ছবি

ঋণের নামে টাকা আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংক চট্টগ্রাম খাতুনগঞ্জ কর্পোরেট শাখার ১৭ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তলবকৃত কর্মকর্তারা হলেন ইসলামী ব্যাংক চট্টগ্রামের খাতুনগঞ্জ কর্পোরেট শাখার ইনচার্জ মোহাম্মদ নিজাম উদ্দিন, একই শাখার ভিপি ও হেড অব ব্র্যাঞ্চ মোহাম্মদ এহসানুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট অফিসার মোহাম্মদ আজগর হোসাইন, প্রিন্সিপাল অফিসার মো. মোহিব উল্লাহ, ফাস্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. মনজুর হাসান, ভাইস প্রেসিডেন্ট মিফতাহ উদ্দিন, এভিপি মোহাম্মদ ইউনুছ, অফিসার ফারজানা আকতার, মোহাম্মদ সিরাজুল কবির, অফিসার মোহাম্মদ শফিকুল আলম, প্রিন্সিপ্যাল অফিসার নজরুল ইসলাম, অফিসার আসাদুজ্জামান নুর, প্রিন্সিপ্যাল অফিসার মো. মুশফিকুর রহমান, অফিসার মোহাম্মদ শফিকুল আলম, অফিসার মো. আহসানুল কবির, ভাইস প্রেসিডেন্ট খালেদ মাহমুদ রায়হান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সাব্বির।

সূত্র জানায়, তলবকৃতদের যোগসাজশে মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম সরওয়ার চৌধুরী ও সেঞ্চুরি ফুড প্রোডাক্টের এমডি আরিফুর ইসলাম চৌধুরীর নামে ব্যাংক থেকে ঋণ নিয়ে আত্মসাৎ করা হয়েছে।

banner close
banner close