সেপ্টেম্বর মাসের মতো চলতি মাসেও প্রবাসী আয়ের ঊর্ধ্বমুখী গতি অব্যাহত রয়েছে। অক্টোবরে প্রবাসী বাংলাদেশীরা রেমিটেন্স পাঠিয়েছেন ২৩০ কোটি ডলার। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৭ হাজার ৬০০ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২০২৩ সালের অক্টোবরে ১৯৭ কোটি ডলার রেমিটেন্স এসেছিল। সে হিসাবে এ বছর অক্টোবরে রেমিটেন্স বেড়েছে ১৬ দশমিক ৭৫ শতাংশ।
সূত্র জানায়, ৩০ অক্টোবর বিপিএম৬ পদ্ধতিতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে ১৯ দশমিক ৮৭ বিলিয়ন ডলার। আগস্ট ও সেপ্টেম্বর দুই মাস মিলিয়ে দেশে রেমিটেন্স এসেছে ৪.৬৩ বিলিয়ন ডলার।
আরও পড়ুন: