পার্শ্ববর্তী দেশ ভারতে পেঁয়াজের দাম বেড়েছে। কেজিতে ৩০-৪০ রুপি বেড়ে পাইকারি বাজারে এখন তার দাম উঠেছে ৭০-৮০ রুপিতে। ফলে ভোক্তাদের রীতিমতো হিমশিম খাচ্ছেন। খবর দ্য ইকোনমিক টাইমস’র।
দিল্লির একজন বিক্রেতা বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন, পাইকারি বাজার থেকেই তাদেরকে বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে, ফলে খুচরাতেও দাম বেশি পড়ছে।
তিনি বলেন, দাম বাড়ায় খুচরা বাজারে বিক্রি খানিকটা কমেছে। কিন্তু বিকল্প নেই বলে মানুষকে কিনতেও হচ্ছে।
দিল্লির একজন ক্রেতা ফায়জা বলেন, মৌসুমের কারণে এখন পেঁয়াজের দাম যখন কমার কথা, তখন উল্টো দাম বেড়ে চলেছে। এক কেজি পেঁয়াজ ৭০ রুপিতে কিনতে হয়েছে। দামের কারণে আমাদের খাদ্যাভ্যাস ব্যাহত হচ্ছে। তবে শুধু দিল্লি নয়, পেঁয়াজের দাম বাড়ছে আরেক বড় শহর মুম্বাইয়েও। সেখানকার ক্রেতারাও উচ্চ মূল্যের চাপে পড়েছেন।
মুম্বাইয়ের একজন ক্রেতা এএনআইকে বলেন, পেঁয়াজ ও রসুন উভয়েরই দাম বেড়েছে। এর ফলে প্রতিটি পরিবারকেই অতিরিক্ত অর্থ খরচ করতে হচ্ছে। তিনি জানান, তিনি পাঁচ কেজি পেঁয়াজ কিনেছেন, মোট দাম দিতে হয়েছে ৩৬০ রুপি।
আকাশ নামের আরেক ক্রেতা বলেন, পেঁয়াজের দাম অনেকটা বেড়ে ৭০-৮০ রুপিতে উঠেছে, যা কিছুদিন আগেও কেজিপ্রতি ৪০–৬০ রুপি ছিল। তিনি একে শেয়ারবাজারের সূচকের সঙ্গে তুলনা করে বলেছেন যে এই দামের ওঠা–নামা আছে। তার আশা, পেঁয়াজের দাম শিগগির কমে যাবে।
বিক্রেতারা জানিয়েছেন, পেঁয়াজের দাম বাড়লেও ক্রেতারা তা কিনছেন। কারণ, সাধারণ মানুষের কাছে পেঁয়াজ একটি নিত্যপণ্য।
আরও পড়ুন: