রবিবার

৬ এপ্রিল, ২০২৫
২৩ চৈত্র, ১৪৩১
৮ শাওয়াল, ১৪৪৬

বেড়েছে ডলারের দাম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৪ ১৯:২৮

আপডেট: ১৩ নভেম্বর, ২০২৪ ১৯:৩৯

শেয়ার

বেড়েছে ডলারের দাম
প্রতীকী ছবি।

বিশ্বের অন্যান্য প্রধান মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের দাম বুধবার বেড়ে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। অন্যদিকে, জাপানি ইয়েনের দাম কমে জুলাই মাসের পর সর্বনিম্ন স্তরে চলে এসেছে।

মূলত, ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনের পর ডলারের দাম আরও বেড়ে গেছে। চলতি বছরের মে মাসের পর থেকে মার্কিন মুদ্রাটির দাম এই মাত্রায় বৃদ্ধি পায়।

বিনিয়োগকারীরা আশা করছেন, আসন্ন মার্কিন সরকার ট্যাক্স এর হার কমানোর পাশাপাশি বাণিজ্য শুল্ক বাড়ানোর পদক্ষেপ নেবে। নতুন প্রশাসন মূল্যস্ফীতি কমাতেও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

বার্কলেসের এফএক্স ও ইএম ম্যাক্রো কৌশলের প্রধান মিতুল কোটেচা উল্লেখ করেছেন, রিপাবলিকানরা কংগ্রেসের পূর্ণ নিয়ন্ত্রণের দিকে এগোচ্ছে, যা প্রেসিডেন্টের এজেন্ডা বাস্তবায়নে অধিক ক্ষমতা প্রয়োগের সুযোগ দেবে।

তাছাড়া, যুক্তরাষ্ট্রে বর্তমানে মূল্যস্ফীতির প্রতি বিশেষ নজর দেয়া হচ্ছে। কারণ অক্টোবরে দেশটির ভোক্তা মূল্যসূচক শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে যেতে পারে, যা আগের মাসেও বৃদ্ধি পেয়েছিল।

banner close
banner close