বেক্সিমকো, এস আলমের মতো কোম্পানিগুলোকে জাতীয় সম্পদ উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, কেন্দ্রীয় ব্যাংক ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, কোনো কোম্পানির বিরুদ্ধে নয়।
সোমবার মতিঝিলে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
গভর্নর বলেন, ব্যাংকিং খাতে অনিয়মের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যানসহ অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
তবে, কেন্দ্রীয় ব্যাংক এস আলম গ্রুপ বা বেক্সিমকোর মতো প্রতিষ্ঠান বন্ধ করবে না বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় গভর্নর বলেন, আমরা তহবিল স্থানান্তর ঠেকানোর চেষ্টা করছি।
আরও পড়ুন: