অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে অভূতপূর্ব সাড়া পড়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (১ ডিসেম্বর) এনবিআর থেকে জানানো হয়েছে, করদাতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা ৬ লাখ অতিক্রম করেছে। একইসঙ্গে অনলাইনে রিটার্ন দাখিলের জন্য রেজিস্ট্রেশনের সংখ্যা ১ লাখ অতিক্রম করেছে।
গণমাধ্যমে পাঠানো এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোনও কাগজপত্র দাখিল বা আপলোড করতে হয় না। অনলাইনে রিটার্ন দাখিল প্রক্রিয়া অধিকতর সহজ ও সাবলীল করার জন্য সম্মানিত করদাতাদের কাছ থেকে যে ফিডব্যাক গ্রহণ করা হয়েছে-সেগুলো বাস্তবায়নের ফলে অনলাইন রিটার্ন দাখিল প্ল্যাটফর্মটি সম্মানিত করদাতাদের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের www.etaxnbr.gov.bd ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতারা সহজে এবং দ্রুত তাদের ২০২৪-২০২৫ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিলপূর্বক দাখিলকৃত রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ, টিআইএন সনদ ডাউনলোড ও প্রিন্ট করতে পারছেন। একইসঙ্গে ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট (ডেবিট/ক্রেডিট কার্ড) ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করদাতারা কর পরিশোধের সুবিধা ও কর সমন্বয়ের সুবিধা পাচ্ছেন। এ বিষয়ে কল সেন্টার ও ই-মেইলের মাধ্যমে সার্বক্ষণিক সহযোগিতা প্রদান করা হচ্ছে।
আরও পড়ুন: