
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে আরও ১০ থেকে ১২ মাস সময় প্রয়োজন হবে।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ব্র্যাক ইপিএল আয়োজিত সেমিনারে এ কথা বলেন তিনি।
দুর্বল ব্যাংকগুলোর বিষয়ে গভর্নর বলেন, এসব ব্যাংকের তথ্য-উপাত্ত যাচাই করে অর্থপাচারের উৎস খুঁজে বের করা হবে। পাচার হওয়া অর্থ ফেরত আনতে ইউরোপ ও আমেরিকার সহযোগিতা চাওয়া হবে।
ড. মনসুর জানান, বাজারে সরবরাহ ব্যবস্থার ঘাটতির কারণে দ্রুত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না। তবে আগামী জুনের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশে এবং পরবর্তী অর্থবছরে ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে।
ড. মনসুর আশাবাদ ব্যক্ত করেন, নির্বাচিত সরকারের জন্য একটি ভারসাম্যপূর্ণ অর্থনীতি রেখে যাওয়া সম্ভব হবে।
আরও পড়ুন: