শনিবার

৫ এপ্রিল, ২০২৫
২২ চৈত্র, ১৪৩১
৭ শাওয়াল, ১৪৪৬

সোনার দাম কমলো, আজ থেকে কার্যকর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৪ ১১:০৯

শেয়ার

সোনার দাম কমলো, আজ থেকে কার্যকর
ফাইল ছবি

দেশের বাজারে সোনার দাম কিছুটা কমানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৭৭৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৪৯৮ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমার প্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। আজ থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি, বাজুস।

এর আগে গত ১০ ও ১২ ডিসেম্বর দুইদফা সোনার দাম বাড়ানো হয়। তিন দিনে দুইদফা দাম বাড়ানোর পর এখন কিছুটা কমানো হল সোনার দাম।

শনিবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস  মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

banner close
banner close