শনিবার

৫ এপ্রিল, ২০২৫
২২ চৈত্র, ১৪৩১
৭ শাওয়াল, ১৪৪৬

সাকিব আল হাসানকে ২ বছর আগেই জরিমানা করা উচিত ছিল: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৪ ১৪:৪২

শেয়ার

সাকিব আল হাসানকে ২ বছর আগেই জরিমানা করা উচিত ছিল: অর্থ উপদেষ্টা
কোলাজ: বাংলা এডিশন

পুঁজিবাজারে কারসাজির জন্য বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে ২ বছর আগেই জরিমানা করা উচিত ছিল বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

রোববার রাজধানীর গুলশানের একটি হোটেলে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) বার্ষিক সম্মেলন তিনি কথা বলেন।

চুরি-দুর্নীতি অনেক দেশেই হয়, কিন্তু বাংলাদেশের মতো দুর্নীতি সচরাচর দেখা যায় না বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, ‘কর কমানো হলেও নিত্যপণ্যের বাজারে দাম কমছে না। চাঁদাবাজির হাত পরিবর্তন হয়েছে, বন্ধ হয়নি।’

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘পুঁজিবাজার কারসাজির জন্য সাকিব আল হাসানকে দুই বছর আগেই জরিমানা করা উচিত ছিল।’

আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ব্যবসায়ীদের জন্য প্রণোদনা কমানো হবে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘এ প্রণোদনা সারা জীবন দেয়া সম্ভব নয়। যৌক্তিক কর ব্যবসায়ীদের দিতে হবে। আগামী অর্থবছরের বাজেটে প্রণোদনা কমানো হবে।’

ট্যাক্স সিস্টেমকে রিফর্ম করা হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, ‘ট্যাক্স পলিসি ও ট্যাক্স ইমপ্লিমেন্টেশন আলাদা করা হবে।

 

banner close
banner close