শনিবার

৫ এপ্রিল, ২০২৫
২২ চৈত্র, ১৪৩১
৭ শাওয়াল, ১৪৪৬

দুই সপ্তাহে রেমিট্যান্স এলো ১৩৮ কোটি ডলার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৪ ১৯:৪৮

শেয়ার

দুই সপ্তাহে রেমিট্যান্স এলো ১৩৮ কোটি ডলার
ফাইল ছবি।

ডিসেম্বরের প্রথম দুই সপ্তাহে প্রবাসী আয় ১৩৮ কোটি ১৩ লাখ ৬০ হাজার ডলার এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ হাজার ৫৭৬ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে)। 

বাংলাদেশ ব্যাংক রোববার এই তথ্য প্রকাশ করেছে। 

ডিসেম্বরের প্রথম ১৪ দিনে প্রতিদিন গড়ে ৯ কোটি ৮৬ লাখ ৬৮ হাজার ৫৭১ ডলার এসেছে, যা আগের মাস বা আগের বছরের একই সময়ের তুলনায় বেশি। 

আগের মাস নভেম্বরে প্রতিদিন প্রবাসী আয় ছিল ৭ কোটি ৩৩ লাখ ৭০ হাজার ডলার এবং গত বছরের ডিসেম্বরে প্রতিদিনের প্রবাসী আয় ছিল ৬ কোটি ৬৩ লাখ ৭৫ হাজার ৩৩৩ ডলার। 

তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৪ কোটি ৭৫ লাখ ৬০ হাজার ডলার, রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৬ কোটি ৯৩ লাখ ৭০ হাজার ডলার, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৬ কোটি ৫ লাখ ৪০ হাজার ডলার, এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৮ কোটি ৮০ লাখ ডলার।

banner close
banner close