
দেশের বাইরে ক্রেডিট কার্ডে বাংলাদেশিরা চলতি বছরের অক্টোবরে প্রায় পাঁচশো কোটি টাকা খরচ করেছেন। যা আগের মাসের তুলনায় ৭৮ কোটি টাকা বা ১৮ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যয়ের প্রধান গন্তব্য ছিল ভারত, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, আরব আমিরাত, যুক্তরাজ্য ও সিঙ্গাপুর। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতের ভিসা নীতিতে কড়াকড়ি আরোপের কারণে দেশটিতে ভ্রমণ ও চিকিৎসার জন্য বাংলাদেশিদের ব্যয় উল্লেখযোগ্যভাবে কমেছে। অন্যদিকে, থাইল্যান্ডে ক্রেডিট কার্ডে ব্যয় সেপ্টেম্বরের ৪২ কোটি টাকা থেকে অক্টোবরে বেড়ে দাঁড়িয়েছে ৫৭ কোটি টাকায়।
বর্তমানে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে মোট ব্যয়ের এক-তৃতীয়াংশই যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডে হচ্ছে। অক্টোবরে যুক্তরাষ্ট্রে খরচ হয়েছে ৮৪ কোটি টাকা এবং থাইল্যান্ডে ৫৭ কোটি টাকা। ভারত ক্রেডিট কার্ড ব্যয়ে তৃতীয় স্থানে রয়েছে, যেখানে খরচ হয়েছে ৫৪ কোটি টাকা।
সংশ্লিষ্টরা বলছেন, ভারতের ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় বাংলাদেশিরা চিকিৎসা ও ভ্রমণের জন্য থাইল্যান্ড, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো দেশগুলোতে ঝুঁকছেন। সিঙ্গাপুরেও অক্টোবর মাসে বাংলাদেশিদের খরচ ১৩ কোটি টাকা বেড়ে ৪৩ কোটি টাকায় পৌঁছেছে।
এদিকে, দেশে অবস্থানরত বিদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহারের পরিমাণ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবরে বিদেশিরা বাংলাদেশে ক্রেডিট কার্ডে ১২৯ কোটি টাকা খরচ করেছেন, যা গত সেপ্টেম্বর মাসের ১১১ কোটি টাকা থেকে ১৮ কোটি টাকা বা প্রায় ১৬ শতাংশ বেশি।
বাংলাদেশে ক্রেডিট কার্ডে বিদেশিদের লেনদেনের এই বৃদ্ধি অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার এবং বিদেশি নাগরিকদের অর্থনৈতিক অংশগ্রহণের ইঙ্গিত দেয় বলে মনে করছেন বিশ্লেষকরা।
আরও পড়ুন: