শনিবার

৫ এপ্রিল, ২০২৫
২২ চৈত্র, ১৪৩১
৭ শাওয়াল, ১৪৪৬

বাংলাদেশকে ১১৬ কোটি ডলার ঋণ দিলো বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২৪ ১৪:৪৬

শেয়ার

বাংলাদেশকে ১১৬ কোটি ডলার ঋণ দিলো বিশ্বব্যাংক
ফাইল ছবি

তিন কর্মসূচি পরিচালনা করার জন্য বিশ্বব্যাংক থেকে ১১৬ কোটি ডলার ঋণ পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ ১৩ হাজার ৯২০ কোটি টাকা।

তিনটি প্রকল্পের মাধ্যমে এই অর্থ দেয়া হবে। শুক্রবার সংস্থাটির ঢাকা কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।

বিশ্বব্যাংক জানায়, এই প্রকল্পগুলোর মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবা, পানি ও স্যানিটেশন সেবা বৃদ্ধি করা হবে এবং পরিবেশবান্ধব ও জলবায়ু সহিষ্ণু উন্নয়ন অর্জনে সহায়তা হবে।

এ বিষয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লাহ সেক বলেন, ‘বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে একটি এবং সামনে প্রচুর দূষণ সমস্যা রয়েছে। প্রতিটি খাতে জলবায়ু সহিষ্ণুতা বৃদ্ধি এবং দূষণের সমস্যা মোকাবিলা করা এখন গুরুত্বপূর্ণ উন্নয়ন অগ্রাধিকার।’

আবদুল্লাহ সেক আরও বলেন, ‘এই অর্থায়ন দেশের জনগণের জন্য স্বাস্থ্য, পানি এবং স্যানিটেশন সেবাগুলি পৌঁছে দেয়ার পাশাপাশি একটি পরিষ্কার, জলবায়ু সহিষ্ণু এবং টেকসই উন্নয়নের ভিত্তি স্থাপন করবে।’

বিশ্বব্যাংকের বোর্ড অব এক্সিকিউটিভ ডিরেক্টরস বাংলাদেশের জন্য এ ঋণ অনুমোদন দেয়।

 

 

banner close
banner close