শনিবার

৫ এপ্রিল, ২০২৫
২২ চৈত্র, ১৪৩১
৭ শাওয়াল, ১৪৪৬

সোনার দাম কমলো, ভরি ১ লাখ ৩৯ হাজার ৩৩৮

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২৪ ০৯:১৮

শেয়ার

সোনার দাম কমলো, ভরি ১ লাখ ৩৯ হাজার ৩৩৮
ফাইল ছবি

দেশের বাজারে সোনার দাম কিছুটা কমানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ২৪৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩৩৮ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমার প্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। আজ থেকে নতুন এই দাম কার্যকর করা হবে। এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এর আগে ১৯ ডিসেম্বর সোনার দাম বাড়ানো হয়। ৫ দিনের ব্যবধানে সোনার দাম আবার কিছুটা কমানো হলো।

সোমবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

banner close
banner close