শনিবার

৫ এপ্রিল, ২০২৫
২২ চৈত্র, ১৪৩১
৭ শাওয়াল, ১৪৪৬

একযোগে ২৪০০ জনের পদোন্নতি সোনালী ব্যাংকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২৪ ০৯:৫৭

শেয়ার

একযোগে ২৪০০ জনের পদোন্নতি সোনালী ব্যাংকে
ছবি: সংগৃহীত

রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসিতে বঞ্চিত কর্মীরা পেয়েছেন কাঙ্ক্ষিত পদোন্নতি। একযোগে পদোন্নতি পেয়েছেন ব্যাংকটির দুই হাজার চারশর মতো কর্মকর্তা-কর্মচারী।

রোববার এই পদোন্নতি দেয়া হয় বলে ব্যাংকটির একাধিক সূত্র নিশ্চিত করেছে।

ব্যাংক সূত্র জানায়, দীর্ঘকাল ধরেই সোনালী ব্যাংকের পদোন্নতি কার্যক্রমে খুবই ধীরগতি  ছিল। অন্য ব্যাংকগুলোতে পদোন্নতি নিয়মিত ও সঠিক সময়ে হওয়ার নজির থাকলেও সোনালী ব্যাংকের পদোন্নতি কার্যক্রম সব সময়ই দেরিতে সম্পন্ন হয়। বিগত বছরগুলোতে সোনালী ব্যাংকের পদোন্নতি কার্যক্রম শুরু হতো বছরের মাঝামাঝি ও শেষদিকে।

তাছাড়া অর্গানোগ্রামের কারণে বেশির ভাগ কর্মকর্তা-কর্মচারী সঠিক সময়ে পদোন্নতি পেতেন না। বিআরসি পরীক্ষার মাধ্যমে একই সঙ্গে অন্য ব্যাংকে যোগদানকারী কর্মকর্তারা সোনালী ব্যাংকের কর্মকর্তাদের চেয়ে পদোন্নতিতে এক থেকে দুই ধাপ এগিয়ে রয়েছেন।

বিআরসির নিয়োগের মাধ্যমে নির্ধারিত অপেক্ষাকৃত কম মেধাবীরা অন্য ব্যাংকে যোগদান করে সঠিক সময়ে পদোন্নতি লাভ করায় বর্তমানে একাধিক ব্যাংকে এমডি হিসেবে রয়েছেন। কিন্তু ওই একই ব্যাচে যোগদানকারী সোনালী ব্যাংকের কর্মকর্তারা এখনো  জেনারেল ম্যানেজার হিসেবে রয়েছেন

ব্যাংকের পদোন্নতি প্রক্রিয়া ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে দীর্ঘদিন ধরেই রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকটির সর্বস্তরের কর্মীদের মধ্যে তীব্র বঞ্চনা ও ক্ষোভ ছিল।

ফলে কর্মীদের দাবির মুখে এ বছরের মাঝামাঝি সুপারনিউমেরারি পদোন্নতি দেয়ার বিষয়ে পরিচালনা পর্ষদ সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। এরই ধারাবাহিকতায় বর্তমান এমডি অ্যান্ড সিইও দায়িত্ব গ্রহণ করেই এ বিষয়ে দ্রুত সমাধানের উদ্যোগ নেন।

এর ফলে ৫ বছরের বেশি সময় ধরে যারা একই পদে ছিলেন তারা সবাই পদোন্নতি পেয়েছেন।

 

banner close
banner close