বৃহস্পতিবার
9:34:59

১০ এপ্রিল, ২০২৫
২৭ চৈত্র, ১৪৩১
১২ শাওয়াল, ১৪৪৬

ব্যাংকিং খাত দ্রুতই ঘুরে দাঁড়াবে: গভর্নর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২৪ ১২:১৪

শেয়ার

ব্যাংকিং খাত দ্রুতই ঘুরে দাঁড়াবে: গভর্নর
ছবি: সংগৃহীত

ব্যাংকখাতে ব্যর্থতার জন্য শুধু একক কোন গোষ্ঠী দায়ী নয়, এক্ষেত্রে সবারই কমবেশি দায় আছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মুনসুর।

রোববার (২৯ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) গোল্ডেন জুবিলি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, ব্যাংকখাতে অর্জন যেমন আছে, তেমনি ব্যর্থতাও আছে। এই ব্যর্থতার জন্য শুধু একক কোন গোষ্ঠী দায়ী নয়, এক্ষেত্রে সবারই কমবেশি দায় আছে।
 
ব্যাংকিং খাত দ্রুতই ঘুরে দাঁড়াবে জানিয়ে গভর্নর বলেন, এ খাত বিকশিত হবে। সেক্ষেত্রে আমানতকারী এবং বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।
banner close
banner close