শনিবার

৫ এপ্রিল, ২০২৫
২২ চৈত্র, ১৪৩১
৭ শাওয়াল, ১৪৪৬

রেস্তোরাঁ খাতে বাড়তি ভ্যাট প্রত্যাহার ঘোষণা এনবিআরের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ জানুয়ারি, ২০২৫ ১৩:৫৪

শেয়ার

রেস্তোরাঁ খাতে বাড়তি ভ্যাট প্রত্যাহার ঘোষণা এনবিআরের
ছবি: সংগৃহীত

হোটেল ও রেস্তোরাঁ খাতে ভ্যাট আগের মতো ৫ শতাংশ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এনবিআর মূসক আইন-বিধির দ্বিতীয় সচিব ব্যারিস্টার মোহাম্মদ বদিউজ্জামান মুন্সী এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘মূসক ও ভ্যাট সংক্রান্ত অর্ডিন্যান্সের মাধ্যমে রেস্তোরাঁ সেবার ক্ষেত্রে ১০ শতাংশ ভ্যাট বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। সরকার এই সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন এনেছে। এ খাতের ভ্যাট পুনরায় পাঁচ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই মোতাবেক রাজস্ব বোর্ড কার্যক্রম গ্রহণ করেছে। আশা করছি, আজ অথবা রবিবার মধ্যে জারি হবে।’

মোহাম্মদ বদিউজ্জামান মুন্সী বলেন, ‘গতকাল আমরা রেস্তোরাঁ মালিক সমিতিকে চিঠি দিয়ে জানিয়েছিলাম সিদ্ধান্ত পুনঃবিবেচনা করব। আরও গুরুত্বপূর্ণ কয়েকটি পণ্যের বিষয়ে আলাপ, আলোচনা চলছে। কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি।’

এনবিআর-এর এই কর্মকর্তার এই ঘোষণার ফলে রেস্তোরাঁর ক্ষেত্রে আগে যে ৫ শতাংশ প্রযোজ্য ছিল, আবার সেই জায়গায় ফিরে গেল।  

এর আগে বুধবার  এনবিআরের ভ্যাট পলিসি বিভাগের প্রথম সচিব মো. মশিউর রহমানের সই করা একটি চিঠি বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতিতে পাঠানো হয়েছে।এতে বলা হয়, ‘রেস্তোরাঁ মালিক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে এ খাতের ভ্যাট হার পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এতদিন রেস্তোরাঁর ভ্যাট ছিল ৫ শতাংশ। গত ৯ জানুয়ারি এটি তিনগুণ বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। সব মিলিয়ে প্রায় ১০০ পণ্য ও সেবায় ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানো হয়। এর পরিপ্রেক্ষিতে দেশব্যাপী তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়, ব্যবসায়ীরাও আন্দোলনে নামার হুমকি দেন। 

banner close
banner close