শনিবার

৫ এপ্রিল, ২০২৫
২২ চৈত্র, ১৪৩১
৭ শাওয়াল, ১৪৪৬

আজ থেকে ৬০০ টাকা কেজি দরে ইলিশ বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২৫ ১২:১৩

শেয়ার

আজ থেকে ৬০০ টাকা কেজি দরে ইলিশ বিক্রি শুরু
প্রতীকী ছবি

কম খরচে ভোক্তা পর্যায়ে ইলিশ মাছ পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন। সংস্থাটি ৪৫০ গ্রাম থেকে ৮৫০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি করবে কেজিপ্রতি ৬০০ টাকায়।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে আনুষ্ঠানিক উদ্বোধনের পর এই ইলিশ মাছ কারওয়ান বাজারের মৎস্য উন্নয়ন করপোরেশন ভবনের মৎস্য বিতানে বিক্রি করা হবে।

কর্মসূচির উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
 
সংস্থাটি জানায়, ৮৫০ কেজি ইলিশ মাছ বিক্রি করা হবে। ক্রেতারা আগে এলে আগে পাবেন ভিত্তিতে এ মাছ বিক্রি হবে। এই ইলিশ মাছ ফিশিং জাহাজের মাধ্যমে বঙ্গোপসাগর থেকে ধরা হয়েছে বলে জানা গেছে।
 
banner close
banner close