
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সিংহভাগ শেয়ারের দর বাড়ায় ডিএসইতে সূচকের উত্থান অব্যাহত রয়েছে। একইসঙ্গে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন বেড়েছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক ৭৮ পয়েন্ট বা শূন্য দশমিক ১৩ শতাংশ বেড়ে পাঁচ হাজার ২০২ দশমিক ৬১ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ দশমিক ৬৩ পয়েন্ট বা শূন্য দশমিক ১৩ শতাংশ বেড়ে এক হাজার ১৭২ দশমিক ৭৯ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ২ দশমিক ১৫ পয়েন্ট বা শূন্য দশমিক ১১ শতাংশ বেড়ে এক হাজার ৯২৫ দশমিক ২৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৪৯৯ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪২৬ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৭২ কোটি ২১ লাখ টাকা বেড়েছে। এদিন ১৭ কোটি ৮৭ লাখ ৩৫ হাজার ৩৮২টি শেয়ার এক লাখ ৬৩ হাজার ৯০০ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৪০১ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৫টির, কমেছে ১৫৬টির ও অপরিবর্তিত ছিল ৮০টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে ওরিয়ন ইনফিউশনস লিমিটেড। কোম্পানিটির ২৩ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা এডিএন টেলিকম লিমিটেডের ১৬ কোটি ৭২ লাখ, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৩ কোটি ৮ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ১২ কোটি ৮০ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১২ কোটি ১৯ লাখ, আফতাব অটোমোবাইলস লিমিটেডের ১০ কোটি ৭১ লাখ, বেস্ট হোল্ডিংস লিমিটেডের ১০ কোটি ৭ লাখ, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের ৯ কোটি ৭৪ লাখ, ওরিয়ন ফার্মা লিমিটেডের ৯ কোটি ১২ লাখ এবং তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ৮ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে গতকাল ৯ দশমিক ৮৮ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে বেস্ট হোল্ডিংস লিমিটেড। এর পরের অবস্থানে থাকা ইফাদ অটোস লিমিটেডের ৯ দশমিক ৮৫ শতাংশ, কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯ দশমিক ৭১ শতাংশ, সোনাগাঁও টেক্সটাইল লিমিটেডের ৬ দশমিক ৭৬ শতাংশ, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ৬ দশমিক ৪৫ শতাংশ, প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের ৬ দশমিক ৩৪ শতাংশ, ওরিয়ন ফার্মা লিমিটেডের ৫ দশমিক ৬৩ শতাংশ, স্টাইলক্রাফট লিমিটেডের ৫ দশমিক ৬২ শতাংশ, ওয়াটা কেমিক্যালস লিমিটেডের ৫ দশমিক ৬০ শতাংশ এবং বিবিএস কেব্লস লিমিটেডের ৫ দশমিক ৩৫ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৩৮ দশমিক ৫৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৩ শতাংশ বেড়ে ৮ হাজার ৮২৯ দশমিক ৯৪ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৬১ দশমিক ৫৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৪২ শতাংশ বেড়ে ১৪ হাজার ৫১১ দশমিক ৫২ পয়েন্টে অবস্থান করে। গতকাল সিএসইসিতে মোট ১৮৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত ছিল ৩১টির। সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ৪ কোটি ৫৫ লাখ টাকার। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২ কোটি ৫৮ লাখ টাকার।
আরও পড়ুন: