শনিবার

১২ এপ্রিল, ২০২৫
২৮ চৈত্র, ১৪৩১
১৪ শাওয়াল, ১৪৪৬

এক মাসে দ্বিতীয়বার বাড়লো সোনার দাম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২৫ ২২:৪২

শেয়ার

এক মাসে দ্বিতীয়বার বাড়লো সোনার দাম
ছবি: সংগৃহীত

চলতি জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বোচ্চ মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিতে এক হাজার ৯৮৩ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪১ হাজার ৪২৬ টাকা।

বুধবার (২২ জানুয়ারি) বাজুসের মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হবে।

নতুন দামে ২১ ক্যারেট সোনার ভরি হবে ১ লাখ ৩৪ হাজার ৯৯৯ টাকা, ১৮ ক্যারেটের সোনা বিক্রি হবে ১ লাখ ১৫ হাজার ৭১৯ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ৯৫ হাজার ৬১ টাকায়।

সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের রুপার ভরি ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৫৮৬ টাকায় বিক্রি হবে।

বাজুস জানিয়েছে, গয়না কেনায় সোনার মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং ৬ শতাংশ মজুরি যোগ হবে। ২২ ক্যারেট সোনার অলংকার কিনতে এখন ক্রেতাকে গুনতে হবে ১ লাখ ৫৬ হাজার ৯৮৩ টাকা।

banner close
banner close