
প্রতীকী ছবি
প্লাস্টিক ও রাবারের তৈরি হাওয়াই চপ্পল এবং প্লাস্টিকের পাদুকার উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতির সুবিধা পুনর্বহালের দাবি জানিয়েছেন এই শিল্পে জড়িত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা।
রোববার (৯ ফেব্রুয়ারি) প্রেসক্লাবের সামনে ভ্যাট প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করছেন বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতি।
এ সময় বক্তারা বলেন, প্লাস্টিক ও রাবারের পাদুকার উৎপাদন পর্যায়ে ভ্যাট বসলে এগুলোর দাম বাড়বে। এর ভুক্তভোগী হবেন নিম্ন আয়ের মানুষ। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হবেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা।
আরও পড়ুন: