শনিবার

৫ এপ্রিল, ২০২৫
২১ চৈত্র, ১৪৩১
৭ শাওয়াল, ১৪৪৬

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৪তম বাংলাদেশ, সবচেয়ে কম দুর্নীতি ডেনমার্কে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ১৩:০১

শেয়ার

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৪তম বাংলাদেশ, সবচেয়ে কম দুর্নীতি ডেনমার্কে
ছবি: সংগৃহীত

বৈশ্বিক ধারণা সূচকে দুই ধাপ পিছিয়ে এখন বাংলাদেশ অবস্থানে ১৫১তম। আর বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪। এমনটা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর মাইডাস সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

দুর্নীতির ধারণা সুচক- ২০২৪ প্রকাশ উপলক্ষে এ সংবাদ সম্মেলন আহ্বান করা হয়। ১৯৯৫ সাল থেকে প্রতিবছর বিশ্বব্যাপী এ ধারণা সূচক প্রকাশ করে আসছে টিআই (ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল)। এতে ২০০১ সাল যুক্ত হয়েছে বাংলাদেশ।

তিনি আরও বলেন, নভেম্বর ২০২১ থেকে সেপ্টেম্বর ২০২৪ সময়ের ধারণা সূচকে দক্ষিণ এশিয়ায় মধ্যে দুর্নীতিতে আফগানিস্তানের পরেই বাংলাদেশ অবস্থান। অন্যদিকে সর্বোচ্চ স্কোর ৯০ পেয়ে কম দুর্নীতির দেশ হিসেবে শীর্ষে রয়েছে ডেনমার্ক।

বাংলাদেশ দুর্নীতি গভীর উদ্বেগজনক পর্যায়ে রয়েছে পাশাপাশি দুর্নীতির নিয়ন্ত্রণ হারাতে বসেছে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। 

banner close
banner close