শুক্রবার

৪ এপ্রিল, ২০২৫
২১ চৈত্র, ১৪৩১
৭ শাওয়াল, ১৪৪৬

শেয়ারবাজারে ১০ লাখ টাকার কম বিনিয়োগে ঋণ বন্ধের সুপারিশ টাস্কফোর্সের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০৯:২৮

শেয়ার

শেয়ারবাজারে ১০ লাখ টাকার কম বিনিয়োগে ঋণ বন্ধের সুপারিশ টাস্কফোর্সের
ছবি: সংগৃহীত

শেয়ারবাজারে ১০ লাখ টাকার কম বিনিয়োগ রয়েছে এমন বিনিয়োগকারীকে ঋণসুবিধা না দেয়ার সুপারিশ করেছে পুঁজিবাজার সংস্কারে গঠিত টাস্কফোর্স।

শেয়ারবাজারের প্রান্তিক ঋণ বা মার্জিন ঋণসুবিধা বিষয়ক আইনি সংস্কারের প্রাথমিক প্রতিবেদনে এমন সুপারিশ করা হয়েছে। টাস্কফোর্সের সদস্যরা প্রতিবেদনটি মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) জমা দিয়েছে।

প্রতিবেদনে যেসব বিনিয়োগকারীর নিয়মিত আয়ের কোনো উৎস নেই, তাদের জন্যও ঋণসুবিধা বন্ধের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া অবসরে থাকা বিনিয়োগকারী, গৃহিণী ও শিক্ষার্থীদেরও ঋণসুবিধার বাইরে রাখার প্রস্তাব করা হয়েছে।

অন্যদিকে ব্রোকারেজ হাউজের পাশাপাশি মার্চেন্ট ব্যাংককেও আইন সংশোধনের মাধ্যমে ঋণদাতা প্রতিষ্ঠান হিসেবে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে।

বিএসইসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুঁজিবাজারে গুরুত্বপূর্ণ দুটি বিষয় মার্জিন ঋণ ও মিউচুয়াল ফান্ড নিয়ে টাস্কফোর্স তাদের সুপারিশ জমা দিয়েছে। বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের হাতে টাস্কফোর্সের সুপারিশসংক্রান্ত প্রতিবেদন জমা দেয়া হয়। এ সময় বিএসইসির অন্যান্য কমিশনার ও টাস্কফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।

 

banner close
banner close