শনিবার

২২ ফেব্রুয়ারি, ২০২৫
৯ ফাল্গুন, ১৪৩১
২৩ শা’বান, ১৪৪৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে চিন্তার কিছু নেই: গভর্নর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ২১:১০

শেয়ার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে চিন্তার কিছু নেই: গভর্নর
ছবি: সংগৃহীত

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও ডলারের বিনিময় হার নিয়ে চিন্তার কিছু নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, ‘এখন পর্যন্ত রেমিট্যান্সে ২৪ শতাংশ প্রবৃদ্ধি আছে। চলতি অর্থবছরে রেমিট্যান্স ৩০ বিলিয়ন ছাড়াবে।’

তিনি বলেন, ‘চলতি বছরের মধ্যে পাচারকারীদের সম্পদ জব্দ করা সম্ভব হবে। মামলা করে অর্থ ফেরত আনার প্রক্রিয়া শেষ করতে অন্তত ৫ বছর লাগবে। পরে যে সরকারই ক্ষমতায় আসুক এই উদ্যোগ যেনো থেমে না যায়।’

বৃহস্পতিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, ইআরএফ আয়ো‌জিত ‘সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং ব্যাংকিং খাতের সংস্কার’ শিরোনামের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. আহসান এইচ মনসুর এসব কথা বলেন।

পল্টনের ইআরএফ মিলনায়তনে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ও পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী।

ইআরএফের সভাপ‌তি দৌলত আকতার মালার সভাপ‌তিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ইআরএফের সহ-সাধারণ সম্পাদক মা‌নিক মুনতা‌শির।

আলোচনা সভায় আহসান এইচ মনসুর বলেন, ‘দেশের অর্থনীতি সবসময় চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গেছে। তবে বর্তমানের মতো সব দিক থেকে একবারে এতো চ্যালেঞ্জ কখনো আসেনি। শ্রীলঙ্কায় শুধু বৈদেশিক লেনদেন ভারসাম্যের সংকট তৈরি হয়েছিল। আমাদের এখানে বিওপি, মূল্যস্ফীতি, রাজস্ব, দুর্বৃত্তায়নের কারণে ব্যাপক অর্থপাচার হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আশার বিষয় হলো- বৈদেশিক বাণিজ্যের চলতি হিসাব বড় ধরনের নেতিবাচক থেকে ইতিবাচক হয়েছে। আর্থিক হিসাবের ঘাটতি কমেছে। মূল্যস্ফীতি কমেছে, আরও কমবে। ট্রেজারি বিল, বন্ডের সুদহার কমতে শুরু করেছে।  সাড়ে ১২ শতাংশে ওঠা সুদহার এখন সাড়ে ৯ শতাংশে নেমেছে।’