শুক্রবার

৪ এপ্রিল, ২০২৫
২১ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছে প্রায় ৩২ হাজার কোটি টাকা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ মার্চ, ২০২৫ ১৮:৪৯

শেয়ার

ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছে প্রায় ৩২ হাজার কোটি টাকা
ছবি: সংগৃহীত

ফেব্রুয়ারিতে প্রায় ৩২ হাজার কোটি টাকার রেমিট্যান্স এসেছে দেশে। দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ১ হাজার ১১০ কো‌টি টাকা।

রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারি মাসে দেশে বৈধপথে ২৫২ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। প্রতি ডলার ১২৩ টাকা হিসেবে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩১ হাজার ৯৪ কোটি টাকা।

পূর্বে বাংলাদেশের ইতিহাসে ফেব্রুয়ারিতে এত পরিমাণ প্রবাসী আয় আসেনি। এছাড়া এবারের ফেব্রুয়ারিতে রেমিট্যান্স গত বছরের ফেব্রুয়ারির তুলনায় ২৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। গত বছরের ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স এসেছিল ২০২ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে জানানো হয়, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়া‌রি পর্যন্ত ৮ মাসে দেশে রেমিট্যান্স এসেছে এক হাজার ৮৪৯ কোটি মার্কিন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২৩ দশমিক ৮০ শতাংশ বেশি। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল এক হাজার ৪৯৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।

banner close
banner close