সোমবার

৭ এপ্রিল, ২০২৫
২৪ চৈত্র, ১৪৩১
৯ শাওয়াল, ১৪৪৬

শুল্কারোপে অর্থনীতিতে প্রভাব সামাল দেয়া কঠিন হবে না: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২৫ ১২:৪৩

শেয়ার

শুল্কারোপে অর্থনীতিতে প্রভাব সামাল দেয়া কঠিন হবে না: অর্থ উপদেষ্টা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের শুল্কারোপে অর্থনীতিতে যে প্রভাব পড়বে তা সামাল দেয়া কঠিন হবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

রোববার সচিবালয়ে অর্থ উপদেষ্টার অফিসকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, ‘যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের ফলে অর্থনীতিতে যে প্রভাব পড়বে তা সামাল দেয়া কঠিন হবে না। এটি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে নেগোসিয়েশনের উদ্যোগ নিয়েছে সরকার। ভালো কিছু হবে বলে আমরা আশাবাদী।’

রমজান এবং ঈদে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা গেছে এবং মানুষ স্বস্তি পেয়েছে। দেশের অর্থনৈতিক অবস্থা ভালোর দিকে যাচ্ছে, রিজার্ভ বৃদ্ধি পেয়েছে বলেও উল্লেখ করেন অর্থ উপদেষ্টা।

এত দিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে ১৫ শতাংশ শুল্ক ছিল। ২ এপ্রিল নতুন করে আরও ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই শুল্কের কারণে বাংলাদেশের রফতানি পণ্যের বড় বাজারটিতে পণ্য রফতানি, বিশেষ করে তৈরি পোশাক রফতানিতে বড় ধাক্কার আশঙ্কা করছেন রফতানিকারকেরা। বাংলাদেশের মোট পণ্য রফতানির ১৮ শতাংশের গন্তব্য যুক্তরাষ্ট্র।

 

banner close
banner close