বৃহস্পতিবার

১০ এপ্রিল, ২০২৫
২৭ চৈত্র, ১৪৩১
১২ শাওয়াল, ১৪৪৬

উদ্বোধনের আগেই জমে উঠেছে ঢাকার বিনিয়োগ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৫ ১১:১৯

শেয়ার

উদ্বোধনের আগেই জমে উঠেছে ঢাকার বিনিয়োগ সম্মেলন
ছবি: সংগৃহীত

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আজ থেকে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫। তবে আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই সম্মেলনস্থলে চোখে পড়ছে প্রাণচাঞ্চল্য। দেশি-বিদেশি বিনিয়োগকারী, সরকারি-বেসরকারি প্রতিনিধি, উদ্যোক্তা এবং মিডিয়া কর্মীদের আগমনে পুরো অনুষ্ঠানস্থল জমজমাট হয়ে ওঠেছে।

সোমবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, সম্মেলন কেন্দ্রের বাইরে শোভা পাচ্ছে দেশের উন্নয়ন ও বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা ব্যানার ও ডিজিটাল ডিসপ্লে। ভেতরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। একাধিক তথ্যকেন্দ্র, নিবন্ধন ডেস্ক প্রস্তুত রাখা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনায় নেয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি।

প্রবেশপথে দেখা গেলো, অংশগ্রহণকারীদের ভিড়ে ধীরে ধীরে জমে উঠছে পরিবেশ। অনেকে আগে থেকেই এসেছেন নেটওয়ার্কিংয়ের উদ্দেশ্যে, কেউবা ছবি তুলতে ব্যস্ত, কেউ আবার আলোচনা করছেন বিভিন্ন সম্ভাবনা নিয়ে। অংশগ্রহণকারীদের অনেকেই জানিয়েছেন, বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রায় এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জানা গেছে, চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনে যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ ৪০টি দেশের শীর্ষ স্থানীয় ছয় শতাধিক দেশি-বিদেশি বিনিয়োগকারী এ সম্মেলনে অংশ নেবেন।

 

 

banner close
banner close