বৃহস্পতিবার

১৭ এপ্রিল, ২০২৫
৪ বৈশাখ, ১৪৩২
১৯ শাওয়াল, ১৪৪৬

বাণিজ্য অংশীদারিত্ব জোরদারে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত রোজি উইন্টারটন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৫ ১৩:৫৯

শেয়ার

বাণিজ্য অংশীদারিত্ব জোরদারে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত রোজি উইন্টারটন
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে দীর্ঘস্থায়ী অর্থনৈতিক ও বাণিজ্য অংশীদারিত্ব জোরদার ও সম্প্রসারণে ঢাকা সফরে রয়েছেন বাংলাদেশে যুক্তরাজ্যের বাণিজ্য দূত হিসেবে নিয়োগ পাওয়া রোজি উইন্টারটন।

মঙ্গলবার ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ব্রিটিশ হাইকমিশন জানায়, ঢাকা সফরকালে যুক্তরাজ্যের বাণিজ্য দূত অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তা, রাজনৈতিক দল এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন ২০২৫-এ অংশগ্রহণ করবেন। তার সফরসঙ্গী হিসেবে যুক্ত হবেন যুক্তরাজ্যের দক্ষিণ এশিয়ার বাণিজ্য কমিশনার হরজিন্দর কাং।

যুক্তরাজ্যের বাণিজ্য দূত হিসেবে বাংলাদেশে প্রথম সফরে রোজি উইন্টারটন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, আন্তর্জাতিক বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সংশ্লিষ্ট বৈঠকগুলোতে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক কীভাবে আরও গভীর হবে এবং পারস্পরিকভাবে লাভজনক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি হবে তার উপর আলোকপাত করা হবে।

বাণিজ্য দূত তার আলোচনায় অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কার, ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত, কোটামুক্ত প্রবেশাধিকারের প্রতিশ্রুতি থেকে উদ্ভূত সুযোগ এবং শিক্ষা, বিমান চলাচল, প্রতিরক্ষা এবং নবায়নযোগ্য শক্তির মতো খাতে বাণিজ্য ও বিনিয়োগ জোরদার করার সুযোগ চিহ্নিতকরণের উপর আলোকপাত করবেন।

 

banner close
banner close