শুক্রবার

১৮ এপ্রিল, ২০২৫
৫ বৈশাখ, ১৪৩২
২০ শাওয়াল, ১৪৪৬

ভারতকে ট্রানজিট বন্ধের হুঁশিয়ারি খেলাফত মজলিসের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৫ ০১:১৭

শেয়ার

ভারতকে ট্রানজিট বন্ধের হুঁশিয়ারি খেলাফত মজলিসের

বাংলাদেশের ট্রানশিপমেন্ট সুবিধা বাতিলের মাধ্যমে ভারত আবারও অপ্রতিবেশীসুলভ আচরণের পরিচয় দিয়েছে বলে অভিযোগ তুলেছে খেলাফত মজলিস। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ অভিযোগ করে বলা হয়, ভারত যদি অবিলম্বে ট্রানশিপমেন্ট সুবিধা পুনর্বহাল না করে। তবে বাংলাদেশের ভেতর দিয়ে তাদের ট্রানজিট সুবিধা বাতিলের আহ্বান জানানো হবে।

বৈঠকে বক্তারা বলেন, “ভারতকে মনে রাখতে হবে তার উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যে পণ্য পরিবহনের জন্য বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট সরবরাহ করছে। এখন এই সুবিধার একতরফা বাতিল মোটেও গ্রহণযোগ্য নয়।”

এদিকে, ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের ফলে বাংলাদেশি রপ্তানিপণ্য বোঝাই ৪টি ট্রাক ফেরত এসেছে। বুধবার (৯ এপ্রিল) দুপুরে বেনাপোল বন্দর থেকে ট্রাকগুলো ঢাকায় ফেরত আসে।

 

 

banner close
banner close