শুক্রবার

১৮ এপ্রিল, ২০২৫
৫ বৈশাখ, ১৪৩২
২১ শাওয়াল, ১৪৪৬

দেড় বছর পর সুগন্ধি চাল রফতানিতে অনুমতি বাণিজ্য মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৫ ১০:৩২

শেয়ার

দেড় বছর পর সুগন্ধি চাল রফতানিতে অনুমতি বাণিজ্য মন্ত্রণালয়ের
ছবি: সংগৃহীত

দেশের ১৩৩টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার ২৫০ টন সুগন্ধি চাল রফতানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রায় দেড় বছর পর রফতানির এ অনুমোদন দেয়া হয়েছে। ৯ শর্ত মেনে চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে এসব চাল রফতানি করতে হবে।

৮ এপ্রিল আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রক দফতরের কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রককে এ–সংক্রান্ত চিঠি দিয়ে রফতানির অনুমতির বিষয়টি জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি শাখা-২–এর সিনিয়র সহকারী সচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী বলেন, ‘যাচাই-বাছাই শেষে ৯ শর্তে ১৩৩টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার ২৫০ টন সুগন্ধি চাল রফতানির অনুমতি দেয়া হয়েছে।

মূলত মধ্যপ্রাচ্যের দেশ ও যুক্তরাষ্ট্রে এসব সুগন্ধি চাল রফতানি করা হবে বলে জানান মাগফুরুল হাসান আব্বাসী। তিনি বলেন, ‘প্রতি কেজি চাল সর্বনিম্ন ১ দশমিক ৬০ মার্কিন ডলার হিসেবে ১৯৫ টাকা রফতানি দর নির্ধারণ করে দেয়া হয়েছে।’

এসব রফতানি এ বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে বলেও জানিয়েছেন মাগফুরুল হাসান আব্বাসী।

সংশ্লিষ্ট প্রতিটি প্রতিষ্ঠানকে ১০০ থেকে সর্বোচ্চ ৫০০ টন পর্যন্ত চাল রফতানির অনুমতি দেয়া হয়েছে।

banner close
banner close