শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

দাম বেড়েছে পেঁয়াজের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৫ ১০:৫১

শেয়ার

দাম বেড়েছে পেঁয়াজের
ছবি: সংগৃহীত

সপ্তাহের ব্যবধানে হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২০ টাকা। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের ক্রেতারা। দোকানিরা জানিয়েছেন, একদিকে আমদানি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। অন্যদিকে, স্থানীয় পর্যায়ে সরবরাহ কমেছে। আর এর প্রভাবেই বাড়ছে দাম।

এক সপ্তাহ আগেও দেশি পেঁয়াজ ৩০ থেকে ৩৫ টাকা দরে বিক্রি হলেও এখন তা বেড়ে দাড়িয়েছে ৫৫ টাকায়। হঠাৎ করে দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের ক্রেতারা।

দোকানিরা বলছেন, পেঁয়াজের মৌসুম শেষের দিকে হওয়ায় সরবরাহ কমেছে। আর এর প্রভাব পড়েছে হিলি বাজারেও। কিছুদিন আগেও মোকামে প্রতিদিন ৩ থেকে ৫ ট্রাক পেঁয়াজ পাওয়া গেলেও এখন আসছে এক থেকে দুই ট্রাক।

গেল সপ্তাহে মোকামে প্রতিমণ পেঁয়াজ ১২০০ থেকে ১৪০০ টাকায় বিক্রি হলেও এখন হচ্ছে ১৮০০ থেকে ২ হাজার টাকায়। পাইকাররা বলছেন, ভারত থেকে আমদানি শুরু হলে দাম আবারো কমে আসবে।

 

banner close
banner close