
ব্রিটিশ-বাংলাদেশি শীর্ষস্থানীয় নারী উদ্যোক্তারা দেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। লন্ডনে বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামের সঙ্গে মতবিনিময়ের সময় তারা এই আগ্রহের কথা জানান। যদিও অনেকের ব্যবসা রয়েছে সেখানে। এরপরও ব্যবসা আরো সম্প্রসারণ করতে চান তারা।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক আলোচনায় অংশ নেন উদ্যোক্তরা। আলোচনায় ৩০ জনের বেশি ব্রিটিশ-বাংলাদেশি নারী উদ্যোক্তা যোগ দিয়েছিলেন। তারা বলেছেন, বাংলাদেশি পণ্যের ভালো বাজার রয়েছে ব্রিটেনে। বিশেষ করে পাটজাত পণ্য, শাড়ি, কারুশিল্প ও বিভিন্ন ধরনের বাংলাদেশি পণ্য ব্রিটেনে জনপ্রিয়।
প্রয়জোনে তারা একটি প্লাটফর্ম গড়ে তুলবেন। এর মাধ্যমে তারা বাংলাদেশের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ গড়ে তুলতে চান। বাংলাদেশ সরকারের তরফ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন হাইকমিশনার।
আরও পড়ুন: