সোমবার

২৮ এপ্রিল, ২০২৫
১৫ বৈশাখ, ১৪৩২
৩০ শাওয়াল, ১৪৪৬

এপেক্স ফুটওয়্যার লিমিটেডের নতুন চেয়ারম্যান নির্বাচিত গোলাম মইন উদ্দীন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৫ ১২:৫২

শেয়ার

এপেক্স ফুটওয়্যার লিমিটেডের নতুন চেয়ারম্যান নির্বাচিত গোলাম মইন উদ্দীন
ছবি:সংগৃহীত

এপেক্স ফুটওয়্যার লিমিটেডের সাবেক ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর গোলাম মইন উদ্দীন কোম্পানিটির বোর্ড অব ডিরেক্টরস-এর চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত হয়েছেন। 

গত ২৩ এপ্রিল কোম্পানির ২৮২তম বোর্ড মিটিংয়ে একক সংখ্যাগরিষ্ঠ ভোটে তিনি নির্বাচিত হন তিনি।  

তার মূল্যবান পরামর্শ এবং নীতিগত পদক্ষেপ এপেক্স ফুটওয়্যার লিমিটেড পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। চেয়ারম্যান হিসেবে তার নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে সামনের দিনে কোম্পানিটির একটি নতুন যুগের সূচনা হচ্ছে।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশে চেয়ারম্যান হিসেবে তার ভূমিকা থেকেই গোলাম মইন উদ্দীন ব্যাপক প্রশংসিত। এছাড়াও বেশ কিছু সুপ্রতিষ্ঠিত সংস্থার নেতৃত্ব প্রদানকারী পদে তিনি দায়িত্ব পালন করছেন।

তার বহু বছরের অভিজ্ঞতা ও কৌশলগত জ্ঞান এপেক্সের নতুন চেয়ারম্যান হিসেবে কোম্পানিটি পরিচালনায় মূল্যবান অবদান রাখবে।

এপেক্স ফুটওয়্যার লিমিটেড তাদের নতুন চেয়ারম্যানের দিকনির্দেশনায় নতুন উদ্যমে কোম্পানিটি পরিচালনা শুরু করতে যাচ্ছে।

banner close
banner close