শনিবার

২৮ সেপ্টেম্বর, ২০২৪
১৩ আশ্বিন, ১৪৩১
২৫ রবিউল আউয়াল, ১৪৪৬

বন্যার্তদের সহায়তায় আইইউবিএটি কর্মীদের একদিনের বেতন দান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৪ ২০:৪৫

শেয়ার

বন্যার্তদের সহায়তায় আইইউবিএটি কর্মীদের একদিনের বেতন দান
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি। ছবি : সংগৃহীত

বন্যাকবলিত মানুষের সহযোগিতায় একদিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) শিক্ষক ও কর্মকর্তারা।

শনিবার আইইউবিএটির উপাচার্য অধ্যাপক আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আইইউবিএটির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইইউবিএটির শিক্ষক ও কর্মকর্তারা বন্যার্তদের সহায়তায় তাদের একদিনের বেতনের সমপরিমাণের অর্থ দেবেন।

এতে আরও বলা হয়, মানবতার কাজে সর্বদাই নিবেদিত আইইউবিএটি পরিবার। এ সংকটকালে দেশের জন্য কিছু করতে পারায় শিক্ষক ও কর্মকর্তারা গর্বিত।