মঙ্গলবার

৩ ডিসেম্বর, ২০২৪
১৯ অগ্রহায়ণ, ১৪৩১
০২ জামাদিউছ ছানি, ১৪৪৬

শিক্ষাক্রমে আবারও ফিরছে বিজ্ঞান, ব্যবসায় ও মানবিক বিভাগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৪ ০২:১৭

আপডেট: ২ সেপ্টেম্বর, ২০২৪ ১০:১৮

শেয়ার

শিক্ষাক্রমে আবারও ফিরছে বিজ্ঞান, ব্যবসায় ও মানবিক বিভাগ
প্রতীকী ছবি।

মাধ্যমিকে স্তরের শিক্ষাক্রমে আবারও বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ বিভাজন আসছে।

২০২৫ সালে যে শিক্ষার্থীরা দশম শ্রেণিতে উত্তীর্ণ হবেন অর্থাৎ বর্তমানে যারা নবম শ্রেণিতে পড়ছেন তাদের নতুন করে আগের (২০১২) শিক্ষাক্রমের বই দেয়া হবে।

তাদের জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে যাতে তারা এক শিক্ষাবর্ষে তা শেষ করতে পারেন।

বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষাভিত্তিক এ পাঠ্যসূচি শিক্ষার্থীদের এক শিক্ষাবর্ষের মধ্যে শেষ করে এ শিক্ষার্থীরা ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেবেন। 

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এসব তথ্য জানা গেছে।