বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

‘শহীদি মার্চ’ শুরু করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:২৬

আপডেট: ৫ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:৩৮

শেয়ার

‘শহীদি মার্চ’ শুরু করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা
ঢাকা কলেজ ক্যাম্পাসের মধ্যে শেডে কর্মসূচি শুরু হয়। ছবি: সংগৃহীত

স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তি উপলক্ষ্যে পুলিশের গুলিতে নিহত শহীদদের স্মরণে ‘শহীদি মার্চ’ শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে শহীদি যাত্রা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে ঢাকা কলেজ ক্যাম্পাসের মধ্যে শেডে কর্মসূচি শুরু হয়।

এসময় ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যাকারীদের গ্রেফতারের দাবি করা হয়। সেইসঙ্গে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আরও তৎপর হয়ে আহত-নিহতদের তালিকা তৈরির বিষয়ে জোর দেন শিক্ষার্থীরা।

এ ছাড়া সদ্য সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা।

উল্লেখ্য, জুলাই-আগস্টের অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আজ ঢাকায় ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়।

পরে ৬ সেপ্টেম্বর থেকে দেশের সব বিভাগীয় ও জেলা শহরে সফর কর্মসূচি শুরু হবে।

banner close
banner close