বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

চবিতে উপাচার্য নিয়োগের দাবিতে প্রধান ফটকে তালা, শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচী

প্রতিনিধি,চবি

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৪ ১৫:০৭

শেয়ার

চবিতে উপাচার্য নিয়োগের দাবিতে প্রধান ফটকে তালা, শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচী
নতুন ভিসির দাবিতে চবির প্রধান ফটকে অবস্থানরত শিক্ষার্থীরা। ছবি: বাংলা এডিশন

এক দফা এক দাবি, চবিতে ভিসি দিবি’, ‘রাবি যখন ভিসি পাই, চবি কেন পিছিয়ে যায়'- শিক্ষার্থীদের এমন নানান স্লোগানে মুখরিত হয়ে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্রুত উপাচার্য নিয়োগের দাবিতে প্রধান ফটকে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় এ অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।

এ বিষয়ে চবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুর রহমান বলেন, গত ১ মাস হলো আমাদের বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদত্যাগ করেছেন। এরমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেয়া হয়েছে। সেখানে ক্লাস চালু হয়েছে, হলগুলো খুলে দেয়া হয়েছে। অন্যদিকে, চবিতে ভূতুরে পরিবেশ বিরাজ করছে। মনে হচ্ছে, এখানে কোনো লোকজন থাকে না। শিক্ষার্থীদের পড়াশোনা নেই। এজন্য আমরা চাই, অতি দ্রুত চবিতে দক্ষ, যোগ্য, শিক্ষার্থীবান্ধব এবং গবেষণাবান্ধব উপাচার্য নিয়োগ দেয়া হোক।

গত ১২ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের পদত্যাগ করেছেন। এরপর থেকে ১ মাস উপাচার্যহীন রয়েছে বিশ্ববিদ্যালয়টি। ফলে ব্যহত হচ্ছে অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।

banner close
banner close