বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

রাজশাহী বিশ্ববিদ্যালয় টিএসসির প্রথম নারী পরিচালক মুর্শিদা ফেরদৌস

প্রতিনিধি, রাজশাহী

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ১৫:১২

আপডেট: ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ১৫:৩০

শেয়ার

রাজশাহী বিশ্ববিদ্যালয় টিএসসির প্রথম নারী পরিচালক মুর্শিদা ফেরদৌস
অধ্যাপক মোর্শেদা ফেরদৌস। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র টিএসসি'র প্রথম নারী পরিচালক হিসেবে যোগদান করেছেন অধ্যাপক মোর্শেদা ফেরদৌস বিনতে হাবীব। তিনি বিশ্ববিদ্যালয়টির মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব তাকে এই পদে নিয়োগ প্রদান করলে মঙ্গলবার তিনি যোগদান করেন।

গত ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতন হলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের বড় একটি অংশ পদত্যাগ করেন। এর মধ্যে তৎকালীন টিএসসি পরিচালকও অন্তর্ভুক্ত ছিলেন।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রটি মূলত শহীদ সুরঞ্জন সমদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র নামে রয়েছে।

banner close
banner close