মঙ্গলবার

৩ ডিসেম্বর, ২০২৪
১৯ অগ্রহায়ণ, ১৪৩১
০২ জামাদিউছ ছানি, ১৪৪৬

গণধোলাইয়ে জাবি ছাত্রলীগের সাবেক নেতার মৃত্যু

প্রতিনিধি,জাবি

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৪ ০২:০৬

আপডেট: ১৯ সেপ্টেম্বর, ২০২৪ ০২:০৮

শেয়ার

গণধোলাইয়ে জাবি ছাত্রলীগের সাবেক নেতার মৃত্যু
গণধোলাইয়ের শিকার জাবি ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লা। ছবি: বাংলা এডিশন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ১৫ জুলাই রাতে উপাচার্যের বাসভবনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম ওসমান গনি মোল্লাকে গণধোলাই দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির হাতে তুলে দেয় শিক্ষার্থীরা।

মারধরের পর সাভারের গণস্বাস্থ্য মেডিক্যাল হাসপাতালে নেয়া হলে বুধবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।

শামীম মোল্লা বিশ্ববিদ্যালয়ের ৩৯ ব্যাচের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

এর আগে বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা (প্রান্তিক গেট) ফটক সংলগ্ন একটি দোকানে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী তাকে আটক করে গণধোলাই দেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম উপস্থিত হয়।

একপর্যায়ে নিরাপত্তাকর্মীদের সহায়তায় তাকে নিরাপত্তা শাখায় নিয়ে আসা হয়।

সেখানে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে আবারও ব্যাপক মারধর করলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

শিক্ষার্থীরা জানায়, শামীম মোল্লা বিশ্ববিদ্যালয়ের ৩৯ ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের জুয়েল-চঞ্চল কমিটির সাংগঠনিক সম্পাদক। শামীম বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশের এলাকায় মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ, জমিদখল, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত।

এ ছাড়া তার বিরদ্ধে একাধিক মামলাও রয়েছে।