জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম আহম্মেদ ওরফে শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিভিন্ন বিভাগের ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে ৮ শিক্ষার্থীকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশেদুল আলম।
তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা দায়ের করা হবে বলেও জানিয়েছেন তিনি।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন—জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৬তম আবর্তনের শিক্ষার্থী মোহাম্মদ রাজন মিয়া, একই বিভাগের ৪৫তম আবর্তনের শিক্ষার্থী রাজু আহাম্মদ, ইংরেজি বিভাগের ৫০তম আবর্তনের মাহমুদুল হাসান রায়হান, একই বিভাগের ৪৯ আবর্তনের হামিদুল্লাহ্ সালমান, ইতিহাস বিভাগের ৪৪তম আবর্তনের জুবায়ের আহমেদ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৪৯তম আবর্তনের আতিকুজ্জামান আতিক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৭তম আবর্তনের সোহাগ মিয়া ও বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯তম আবর্তনের শিক্ষার্থী আহসান লাবীব।
আহসাস লাবীব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের দায়িত্বে ছিলেন। তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের পদ থেকেও অব্যাহতি দেয়া হয়েছে।
আরও পড়ুন: