চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন দুই উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড.মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড.মো. কামাল উদ্দিন । দু'জনই ৪ বছরের জন্য স্ব স্ব পদে দায়িত্ব পালন করবেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো.শাহীনুর ইসলাম স্বাক্ষরিত পৃথক দুই বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর ১৪ (১) ধারা অনুসারে অধ্যাপক ড.মোহাম্মদ শামীম উদ্দিন খান, ফাইন্যান্স বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়`কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর (অ্যাকাডেমিক) এবং অধ্যাপক ড. কামাল উদ্দিন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর (প্রশাসন) পদে নিয়োগ করা হলো।
আরও পড়ুন: