শনিবার

১২ অক্টোবর, ২০২৪
২৭ আশ্বিন, ১৪৩১
০৮ রবিউছ ছানি, ১৪৪৬

ঢাকা কলেজ ছাত্রদলের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ, মধ্যরাতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৪ ০৮:৪২

আপডেট: ৯ অক্টোবর, ২০২৪ ০৮:৪৩

শেয়ার

ঢাকা কলেজ ছাত্রদলের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ, মধ্যরাতে বিক্ষোভ
ফাইল ছবি

ঢাকা কলেজ শাখা ছাত্রদলের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে রাতভর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ করছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার দিবাগত রাতে ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা অভিযুক্তদের বিচার দাবি করেন।

মঙ্গলবার ঢাকা কলেজের ইংলিশ বিভাগের ২য় বর্ষের (২১-২২ সেশনের) ছাত্র মারুফ রেজা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘গতকাল রাতে আমার জীবনের সব থেকে জঘন্য কালো অধ্যায়ের রচনা হয়। ঢাকা কলেজের দক্ষিণায়ণ হলে ৩০১ নাম্বার রুমে গতকাল রাত ১টা থেকে ৪টা পর্যন্ত আমার উপর চলে অকথ্য নির্যাতন।’

যারা নির্যাতন করে তাদের নামও ওই পোস্টে উল্ল্যেখ করেন তিনি। বলেন, তার হলো– রাহাত, সালাউদ্দিন শিহাব এবং অর্ণব।

ঘটনার সূত্রপাত হিসেবে মারুফ রেজা জানান, প্রথমে সালাউদ্দিন ভাই তার বন্ধুদের সাথে রুমে অকথ্য ভাষায় গালাগালি করছিলো। এক পর্যায়ে আমি সালাউদ্দিন ভাইকে বলি ভাইয়া গালাগালি কইরেন না ছোট ভাই পড়ছে পাশে। এটা শুনে আমার উপর তেড়ে আসে মারার জন্য।’

তিনি বলেন, ‘আমার রুমের রামিম ভাই এবং ৪ তলার রাহাত ভাই ঠেকাতে আসলে তাদের গালাগালি করে। এর পর রাহাত ভাই নর্থ হল থেকে সিয়াব ভাইকে ডেকে এনে রুম আটকিয়ে দেয়। এরপর রাত ১ টা থেকে ৪ পর্যন্ত আমার ওপর নির্যাতন করে এবং একপর্যায়ে আমি স্যারদের বলার জন্য ফোন দিতে গেলে আমাকে ভয়ভীতি দেখানো হয় এবং মেরে ফেলার হুমকি দেয়।’

মারুফ রেজা আরও জানান, অভিযুক্ত চারজনের মধ্যে হাবিব হাওলাদার শিহাব ওরফে আশফাকুর রহমান শিহাব কলেজ ছাত্রদলের সহ-সমাজসেবা বিষয়ক সম্পাদক। আর বাকিরা তার সহযোগী।