শুক্রবার

৪ এপ্রিল, ২০২৫
২১ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

ফ্যাসিবাদীর দোসর বিচারপতিদের পদত্যাগ দাবি চবি শিক্ষার্থীদের

প্রতিনিধি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৪ ১৪:৫৪

আপডেট: ১৬ অক্টোবর, ২০২৪ ১৪:৫৪

শেয়ার

ফ্যাসিবাদীর দোসর বিচারপতিদের পদত্যাগ দাবি চবি শিক্ষার্থীদের
আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি: বাংলা এডিশন

ফ্যাসিবাদীর দোসর বিচারপতিদের পদত্যাগের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষার্থীদের হাতে 'আবু সাইদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ', 'ফ্যাসিবাদের দোসর বিচারপতিদের পদত্যাগ চাই', 'যাদের রক্তে ঘুমাও তুমি, তাদের খুনি মুক্ত কেনো' ইত্যাদি প্ল্যাকার্ড দেখা যায়।

মানববন্ধনে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, ‘জুলাই অভ্যুত্থানে শহিদদের  রক্ত দাগ এখনো শুকায়নি। অথচ গতকাল হাইকোর্টে ফ্যাসিস্টদের পক্ষে একদল আইনজীবীকে স্লোগান দিতে দেখলাম। তাদের এই স্পর্ধা আমাদেরকে আশ্চর্য করেছে। খুনি হাসিনার দোসর বিচারপতিদের ইন্ধনে ফ্যাসিস্টদের দেশে পুনর্বাসন করা হচ্ছে। আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলবো।’

তিনি আরো বলেন, ‘আমাদের শরীরের শেষ রক্তবিন্দু অবশিষ্ট থাকতে আমরা এটা হতে দিবো না। অবিলম্বে হাসিনার দোসর এসব বিচারপতির পদত্যাগ নিশ্চিত করতে হবে। অন্যথায় আমরা কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবো।’

banner close
banner close