সাধারণ ছাত্রদের বিরুদ্ধে সহিংসতার ষড়যন্ত্রে সম্পৃক্ত থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই ছাত্রলীগ নেতা পরীক্ষা দিতে এসে আটক হয়েছেন । আটককৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলফি শাহরিন আরিয়ানা এবং ছাত্রলীগকর্মী সৈকত রায়হান।
সৈকত আইবিএ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং আলফি সমাজকর্ম বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ১৭ অক্টোবর ঐ দুই শিক্ষার্থী স্ব-স্ব বিভাগের পরীক্ষায় অংশগ্রহণ করতে এলে সহপাঠীরা তাদের সাথে পরীক্ষায় বসতে আপত্তি জানায়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির মাধ্যমে মতিহার থানায় হস্তান্তর করা হয় ঐ দুই ছাত্রলীগ নেতাকে।
ঘটনাটি গতকাল ঘটলেও ১৮ সেপ্টেম্বর এটি সামনে আসে।
শিক্ষার্থীদের অভিযোগ, সৈকত ছাত্রলীগের আজ্ঞাবহ হয়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সাধারন শিক্ষার্থীদের ওপর ধারালো অস্ত্র দ্বারা চালানো হামলায় অংশগ্রহণ করেছে। অন্যদিকে, আলফি বেগম রোকেয়া হলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক থাকার সুবাদে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার কর্মীদের নিকট আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রীদের তালিকা করে পাঠাতেন।
ঘটনাটির ব্যাপারে বিশ্ববিদ্যালয়টির প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেছেন, গতকাল যে দুজনকে পুলিশে দেযা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা আছে বলে জেনেছি। মামলা অনুযায়ী তাদের ব্যাপার সিদ্ধান্ত নিবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মতিহার থানার ওসি আব্দুল মালেক বলেন, আটককৃত দুজনের মধ্যে কেবল সৈকতের নামে ইতিমধ্যেই মামলা রয়েছে। অন্যজনের ব্যাপারে অভিযোগকারীরা মামলা করলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: