শুক্রবার

২৫ এপ্রিল, ২০২৫
১১ বৈশাখ, ১৪৩২
২৭ শাওয়াল, ১৪৪৬

বিশ্বমানের উচ্চশিক্ষায় আগ্রহীদের নিয়ে ইউসিবির ওরিয়েন্টেশন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৪ ১৯:১২

শেয়ার

বিশ্বমানের উচ্চশিক্ষায় আগ্রহীদের নিয়ে ইউসিবির ওরিয়েন্টেশন
ইউসিবি’র প্রেসিডেন্ট ও প্রভোস্ট প্রফেসর হিউ গিল। ছবি: সংগৃহীত

চলতি বছর মোনাশ কলেজ ডিপ্লোমা (এমসিডি) প্রোগ্রামের ৩য় ইনটেকের ওরিয়েন্টেশন আয়োজন করেছে দেশে মোনাশ কলেজের একমাত্র অংশীদার ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি)।

ওরিয়েন্টেশনে বক্তব্য রাখেন ইউসিবি’র প্রেসিডেন্ট ও প্রভোস্ট প্রফেসর হিউ গিল। এছাড়াও ওরিয়েন্টেশনে বাংলাদেশে মোনাশ ইউনিভার্সিটি’র ইউনিভার্সিটি মার্কেটিং, অ্যাডমিশন, এন্ড কম্যুনিকেশনসের ইন-কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিক্রুটমেন্ট আজরা করিম; এবং মোনাশ ইউনিভার্সিটি মালয়েশিয়া’র সিনিয়র এক্সিকিউটিভ, ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট এন্ড ডেভেলপমেন্ট, মার্কেটিং এন্ড ফিউচার স্টুডেন্টস ড্যানিয়েল লামের বক্তব্য ও উপস্থাপনায় দেশের মেধাবী তরুণদের জন্য মোনাশ প্রোগ্রামে ভর্তির বিভিন্ন ইতিবাচক দিক ও উজ্জ্বল ক্যারিয়ার সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরা হয়।

শিক্ষার্থীদের জন্য ভিন্ন ভিন্ন এমসিডি প্রোগ্রামের বিস্তারিত তথ্য আলোচনা করেন ড. সাদিয়া আফরিন। ইউসিবি’র ডেপুটি রেজিস্ট্রার শফিক ওয়ায়েস প্রাতিষ্ঠানিক নিয়মনীতি ও কার্যক্রম ব্যাখ্যা করেন।

ইউসিবি’র প্রেসিডেন্ট ও প্রভোস্ট প্রফেসর হিউ গিল বলেন, ইউসিবি’র অধীনে এমসিডি প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা ঢাকায় বসেই মোনাশে বিজনেস, ইঞ্জিনিয়ারিং বা আইটি ডিগ্রি’র প্রথম বর্ষের শিক্ষা সম্পন্ন করতে পারবেন। আমরা তাদের জন্য অস্ট্রেলিয়ার সমমানের শিক্ষা সুবিধা নিশ্চিত করেছি, যার মাধ্যমে তারা একটি শীর্ষ বিশ্ববিদ্যালয়ে ভর্তির পথে স্বাচ্ছন্দ্যে এগিয়ে যেতে পারেন। এক বছরেরও কম সময়ে এমসিডি সম্পন্ন করে শিক্ষার্থীরা সরাসরি মোনাশ অস্ট্রেলিয়া বা মালয়েশিয়াতে ২য় বর্ষে পড়াশোনা আরম্ভ করতে পারবেন।

তিনি আরও বলেন, মোনাশের সাথে অংশীদারিত্বের মাধ্যমে আমরা প্রতিটি শিক্ষার্থীকে সেরা একাডেমিক সাফল্য অর্জনে সহযোগিতা করে যাচ্ছি, আমাদের সর্বশেষ অ্যাসেসমেন্ট সাইকেলে শতভাগ পাসের হার যার প্রমাণ দেয়। মোনাশ ইউনিভার্সিটি সহ বিশ্বের নানা খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বিশ্বস্ত সহযোগী হিসেবে ইউসিবি অনন্য ভূমিকা রাখছে।

এছাড়াও, ইউসিবি’তে বিশ্বমানের শিক্ষা সুবিধার আওতায় পাঠদানের খুঁটিনাটি তুলে ধরেন প্রতিষ্ঠানের আইটি এক্সিকিউটিভ বিপ্লব পাল। ওরিয়েন্টেশনে আসা নতুন শিক্ষার্থীরা ইউসিবি’র বর্তমান শিক্ষার্থীদের সাথে একটি এক্সপেরিয়েন্স সেশনে অংশগ্রহণের সুযোগ পান, যেখানে তারা বাংলাদেশে বসেই আন্তর্জাতিক কারিকুলামে পড়াশোনার অভিজ্ঞতা সম্পর্কে ধারণা পান।

banner close
banner close