শুক্রবার

৪ এপ্রিল, ২০২৫
২১ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

বৈষম্যহীন ফলাফলের দাবিতে বিক্ষোভ, আটক অর্ধশতাধিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৪ ১৭:২৩

আপডেট: ২৩ অক্টোবর, ২০২৪ ১৭:২৫

শেয়ার

বৈষম্যহীন ফলাফলের দাবিতে বিক্ষোভ, আটক অর্ধশতাধিক
সচিবালয়ে আটক অর্ধশতাধিক শিক্ষার্থী। ছবি: সংগৃহীত

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশের দাবিতে সচিবালয়ে প্রবেশ করেন শতাধিক শিক্ষার্থী। এ সময় তাদের রুখে দিতে অর্ধশতাধিকের বেশি শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

বুধবার বিকেল ৪টার দিকে তাদের আটক করা হয়। এর আগে দুপুর ২টা ৫০ মিনিটের দিকে শতাধিক শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়েন।

সচিবলায়ে ঢুকে শিক্ষার্থীরা আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, উই ওয়ান্ট জাস্টিস, মুগ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, তুমি কে আমি কে ছাত্র-ছাত্র, আপস না সংগ্রাম সংগ্রাম-সংগ্রাম, ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

আন্দোলরত শিক্ষার্থীদের স্লোগান বন্ধ করে শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানান সচিবালয়ে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শিক্ষার্থীরা বলেন, আমরা সমতার ভিত্তিতে ফলাফল চাই। বোর্ড থেকে কাউকে ভালো ফলাফল দেয়া হয়েছে আর কাউকে খারাপ। অথচ আমরা ভালো লিখেছি। আমরা চাই দ্রুত সময়ে এই ফলাফল বাতিল করে বঞ্চিতদের পুনরায় মূল্যায়ন করা হোক।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের সরে যেতে সেখানে দায়িত্বপালনরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শুরুতে অনুরোধ করেন। কিন্তু সরে না গেলে তাদের ধাওয়া দেয়া হয় এবং লাঠিপেটাও করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তাড়া খেয়ে এ সময় ছত্রভঙ্গ হয়ে যান শিক্ষার্থীরা। এর মধ্যে সচিবালয়ের ভেতরে আটকা পড়েন বেশকিছু শিক্ষার্থী। তাদেরকে আটক করে পুলিশের প্রিজন ভ্যানে তোলা হয়েছে। তাদেরকে রাজধানীর শাহবাগ থানায় হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

banner close
banner close