
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করেছে ছাত্রদলের নেতা-কর্মীরা।
রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা পরিচালনাভিত্তিক সংগঠন তরীর ৫০ জন শিক্ষার্থীকে এ উপহার দেন তারা।
শিক্ষা উপকরণ বিতরণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ মেহেদী হাসান বলেন, ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা এ শিক্ষা উপকরণ বিতরণ করেছি। শিক্ষাব্যবস্থা একেবারে ভঙ্গুর অবস্থায় রয়েছে।
তিনি বলেন, আমাদের কোমলমতি শিশুরা শিক্ষা থেকে পিছিয়ে যাচ্ছে। সেখান থেকে উত্তরণের জন্য আমরা সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাতা-কলম এবং ব্যাগ উপহার দিয়েছি। শিক্ষার্থীবান্ধব ছাত্রদল গঠনে আমরা নিরলস কাজ করে চলেছি। এ ধরনের কার্যক্রম ছাত্রদল অব্যাহত রাখবে।
জাবি শাখা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মো. ফয়সাল হোসেন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিশুদের মেধা ও প্রতিভা বিকাশের জন্য বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন এবং নতুন কুঁড়ি নামক অনুষ্ঠানে প্রতিযোগিতার মাধ্যমে মেধাবীদের বের করে আনার ব্যবস্থা করেছিলেন।
তিনি আরও বলেন, জনাব তারেক রহমান সব সময় মেধাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে কাজ করার নির্দেশনা দিয়েছেন ও সেই লক্ষ্য-কে সামনে রেখে জাতীয়তাবাদী ছাত্রদল মেধা বিকাশে অনন্য ভূমিকা রেখে সব সময় কাজ করে যাচ্ছে। ছাত্রদল সব সময় প্রত্যেক প্রজন্মের তরুণ ও ক্ষুদে মেধাবীদের পাশে সব সময় থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করছি। শিক্ষার্থীরা যেকোনো প্রয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে পাশে পাবে। প্রকৃত মেধাবীরাই দেশকে সামনে থেকে নেতৃত্ব দিবে এটাই আমাদের প্রত্যাশা।
এ সময় আরও উপস্থিত ছিলেন আল বেরুনী হল শাখার যুগ্ন আহবায়ক আলোকুর রহমান, শাখা ছাত্রদলের সংগঠক আমির উদ্দিন দেওয়ান, মো. রিফাত হোসেন, দেওয়ান আলাউদ্দিন, সাইফ উদ্দিন, ইয়াসিন দেওয়ান, সাইফুল ইসলাম, আরিফ রহমান, বাদশাহ আলমগীর, মোহাম্মদ তৈয়েবুর রহমান, সোহেল আহমেদ, শরীফ রায়হান প্রিন্স, নোভেল আহমেদ, মোহাম্মদ আলামিন, রাসেল মোহাম্মদ, সুমন রেজা, ফেরদৌস রহমান, আনিসুল ইসলাম আনিস, শেখ পলাশ হোসেন, নাফিজ আল নাহিয়ান, শেখ সাদী, নাজমুল হাসান জিসান, তানজিম ইসলাম ইশাত, আরাফাত ইসলাম, নাহিদুল হক, তানভীর রহমান, নাফিজ আল নাহিয়ান প্রমুখ।
আরও পড়ুন: