বৃহস্পতিবার

২১ নভেম্বর, ২০২৪
৭ অগ্রহায়ণ, ১৪৩১
১৯ জামাদিউল আউয়াল, ১৪৪৬

রাবিতে পোষ্য কোটা: চূড়ান্ত সিদ্ধান্ত রবিবার

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৪ ১৪:৩৯

শেয়ার

রাবিতে পোষ্য কোটা: চূড়ান্ত সিদ্ধান্ত রবিবার
শিক্ষার্থীদের আমরন অনশন। ছবি : বাংলা এডিশন

পোষ্য কোটা বাতিলের দাবীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনশনে নামে কয়েকজন শিক্ষার্থী।  ফের আলোচনা সাপেক্ষের সিদ্ধান্তে অনশন  ভাঙানো হয়েছে। এবিষয়ে রবিবারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সংক্রান্ত প্রকাশিত বিজ্ঞপ্তিতে মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনির কোটা থাকছে না বলে উল্লেখ করা হলে প্রশংসায় ভাসে রাবি প্রশাসন।

তবে ঐ বিজ্ঞপ্তিতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষিত পোষ্য কোটার জন্য কেবল ১% কমিয়ে ৩% বহাল রাখা হয়।

পোষ্য কোটা বহাল রাখার এই বিষয়টি নিয়ে তাৎক্ষণিক আপত্তি ওঠে শিক্ষার্থীদের মাঝে। পরে এর জের ধরে পোষ্য কোটা বাতিলের দাবীতে বৃহস্পতিবার রাতে ৫ শিক্ষার্থী আমরন অনশনে বসেন বিশ্ববিদ্যালয়ের জোহা চত্তরে। বৃহস্পতিবার  রাত কাটিয়ে শুক্রবার সকাল গড়ালেও কোনো আশ্বাস মেলেনি প্রশাসনের পক্ষ থেকে।

পরে শুক্রবার দুপুর ১ টা নাগাদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.সালেহ হাসান নকিব, দুই উপ-উপাচার্য এবং প্রক্টর অনশনকারীদের সাথে দেখা করেন।  এ সময়ে উপাচার্যের পক্ষ থেকে এ বিষয়ে ফের আলোচনা সাপেক্ষে সিদ্ধান্তের আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের  অনশন ভাঙানো হয়।

জানানো হয়, আগামী রবিবার বৈঠক করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, কোটা বাতিল না করে কোনো সিদ্ধান্তের আশ্রয় নিলে আন্দোলন আরো জোড়ালো করে তুলবেন তারা।