সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে নিয়োগপত্র প্রদানের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। গত ১৯ নভেম্বর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর বেঞ্চ কোটা পদ্ধতি অনুসরণ করে নিয়োগ দেওয়ার কারণে এ আদেশ দিয়েছেন।
এতে বলা হয়, গত বুধবার থেকে ৬ হাজার ৫৩১ জন শিক্ষককে নিয়োগপত্র দেওয়ার কথা ছিল, কিন্তু কোটা পদ্ধতি প্রয়োগের কারণে হাইকোর্ট সেই নিয়োগপত্র প্রদানের সিদ্ধান্ত স্থগিত করেছে।
এদের মধ্যে যারা ৩১ অক্টোবর প্রকাশিত তৃতীয় ধাপের (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হয়েছেন, তারা নিয়োগপ্রাপ্ত হওয়ার কথা ছিল। তবে আদালতের আদেশের পর এখন ওই প্রক্রিয়া আপাতত স্থগিত রয়েছে।
আরও পড়ুন: