বুধবার

২৭ নভেম্বর, ২০২৪
১৩ অগ্রহায়ণ, ১৪৩১
২৫ জামাদিউল আউয়াল, ১৪৪৬

আইনজীবী আলিফ হত্যা : রাবিতে মধ্যরাতে বিক্ষোভ ও গায়েবানা জানাজা

প্রতিনিধি, রাজশাহী

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৪ ১০:৪৮

আপডেট: ২৭ নভেম্বর, ২০২৪ ১২:০৪

শেয়ার

আইনজীবী আলিফ হত্যা : রাবিতে মধ্যরাতে বিক্ষোভ ও গায়েবানা জানাজা
ছবি: বাংলা এডিশন

চট্টগ্রামে ভারতীয় মদদপুষ্ট উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন ভক্ত-সমর্থকদের দ্বারা আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিক্ষোভ প্রদর্শন ও হত্যাকাণ্ডে নিহত সাইফুলের জানাজা আদায় করেন। বিক্ষোভটি রাত ৯টার দিকে জোহা চত্ত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে পুনরায় একই স্থানে জড়ো হয়।

মিছিল থেকে 'এক দুই তিন চার ইসকন তুই দেশ ছাড়, অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, তুমি কে আমি কে সাইফুল সাইফুল, ইসকনের দুই গালে জুতা মারো তালে তালে, বাংলার মাটিতে ইসকনের ঠাই নাই, বিচার চাই বিচার চাই ইসকনের বিচার চাই, জঙ্গি জঙ্গি ইসকন জঙ্গি, ইসকনের চামড়া তুলে নিবো আমরা, ফাঁসি চাই ফাঁসি চাই চিন্ময়ের ফাঁসি চাইসহ ইত্যাদি স্লোগান দেয়া হয়।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, 'আজকের এই কর্মসূচি উগ্রবাদী ইসকন সম্প্রদায়ের বিরুদ্ধে, অন্য কোনো হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। হিন্দু ও ইসকন সম্প্রদায়কে আমরা আলাদা চোখে দেখি। আমরা ভাই হত্যার বিচার চাই।'

এ সময় দেশকে স্থিতিশীল রাখার স্বার্থে ইসকনের বিরুদ্ধে আবারও সংগ্রামের হুশিয়ারি দেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক নেতা মাসুম বিল্লাহ এই হত্যাকাণ্ডকে পূর্বপরিকল্পিত উল্লেখ করে সংশ্লিষ্টদের বিচারের দাবি করেন।

বিক্ষোভ শেষে নিহত সাইফুলের গায়েবানা জানাজা পড়েন বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ও স্থানীয় জনতা।

উল্লেখ্য, মঙ্গলবার চট্টগ্রামে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘের (ইসকন) নেতা ও সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেফতার ও তার জামিন নামঞ্জুরের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে চট্টগ্রামের আদালত এলাকা। এ সময় ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

একপর্যায়ে সাইফুল ইসলাম নামের এক শিক্ষানবিশ আইনজীবীকে তুলে নিয়ে নির্মমভাবে কুপিয়ে জবাই করে হত্যা করে চিন্ময়ের অনুসারীরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।